তালা

প্রতারণা মামলায় পলাশপোল সুন্দবন মটরসের সঞ্জীত সাধু আটক

By Daily Satkhira

December 15, 2017

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্বসাত ও প্রতারণা করে গাড়ি বিক্রয়ের মামলায় সঞ্জীত সাধু নামে এক যুবককে আটক করেছে সি আই ডি সাতক্ষীরা। সি আই ডি সাতক্ষীরার কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার সকাল ১১টায় শহরের পলাশোল এলাকা থেকে আটক করে। সে জেলার পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রামের স্বপন কুমার সাধুর ছেলে। সে দীর্ঘ দিন যাবত সাতক্ষীরা শহরে ভাড়া থেকে বসবাস করে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত কাল সকালে সি আই ডি সাতক্ষীরা’র পুলিশ পরিদর্শক মনচিল্লাহ’র নেতৃত্বে এস আই হাবিবুর রহমান, এসআই সৈয়দ তোকাব আলীসহ একটি টিম শহরের পলাশপোলের মাদকের আখড়া নামে খ্যাত সুন্দরবন মটরস্ থেকে তাকে আটক করে। প্রতারণা করে গাড়ি বিক্রয়ের একটি মামলার এজাহার নামীয় আসামী হিসাবে তাকে আটক করে সি আই ডি। সূত্র আরো জানায়, মামলার বাদি সাতক্ষীরা বারের সিনিয়র আইনজীবি এড.শাহ আলম। গত ১৭ নভেম্বর সাতক্ষীরা থানায় মামলাটি রেকর্ড হওয়ার পরে সি আই ডি’র উপর তদন্তভার পড়ে। যার মামলা নং-৩৮, ধারা-৪০৬,৪২০,৪০৮। সি আই ডি সাতক্ষীরার এস আই সৈয়দ তোকাব আলী আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অপর এক সূত্রে জানা গেছে, সঞ্জীত সাধু দীর্ঘ দিন ধরে সাতক্ষীরায় ভাড়া থেকে মাদকের ব্যাবসা করত। সে এক সময় সাতক্ষীরার একজন সংসদ সদস্য’র গাড়ী চালক হিসাবে কর্মরত ছিলো। তার পর থেকে তার অপরাধের মাত্রা বেড়ে যায় শহরের পলাশপোলে গড়ে তোলে বিশাল ইয়াবা সিন্ডিকেট। তার নিয়ন্ত্রণে ১৫/২০ তরুণ ইয়াবার এই সিন্ডিকেটে কাজ করত বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। সুন্দরবন মটরস্ কেন্দ্রিক গড়ে ওঠা এই সিন্ডিকেট দিন দিন বেপরওয়া হয়ে উঠছে বলে এলাকাবাসীর অভিমত।