রাজনীতি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী

By Daily Satkhira

December 15, 2017

ফের অসুস্থ হয়ে পড়েছেন চট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও বর্ষীয়ান রাজনীতিবিদ এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চট্টগ্রামে ফেরার দুদিনের মাথায় নিয়মিত ডায়ালাইসিস করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

এরপর মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার তাকে নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মহিউদ্দিনের বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেসবুক স্ট্যাটাস দিয়ে তার বাবার ফের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি জানিয়েছেন। এসময় দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন তিনি।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, কিডনি ডায়ালাইসিসের জন্য সকালে মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার অবস্থা খারাপ হয়ে যায়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য গত ১১ নভেম্বর হার্ট অ্যাটাক এবং কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ার পর মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে নেয়া হয়। পরদিন দুপুরে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়। ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসেন স্বজনরা।