দেবহাটা

দেবহাটায় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

By Daily Satkhira

August 26, 2016

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে জাকজমকপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের জম্মতিথি শুভ জন্মষ্টমী পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আজ থেকে সাড়ে পাচঁ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধর্ম রক্ষায় ভগবান রূপে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন এবং শিষ্টের পালন তার মর্মবাণী গ্রহণ করার আহবান জানিয়েছেন সনাতন ধর্মীয় নেতারা। একই সাথে দেশে ধর্মীয় সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তারা। আধ্যাত্মিক বিবেচনায় দ্বাপর যুগের শেষদিকে খ্রিষ্টপূর্বে ১৫০৬ অব্দে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বসুদেব ও দেবকীর গর্ভের সাতটি সন্তান হত্যার পর চারদিকে আলোয় উদ্ভাসিত করে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাদের অষ্টম সন্তান জন্মগ্রহণ করে। যিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় মন্দীরগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বৃহস্পতিবার সকালে দেবহাটা শ্রীশ্রী গোকুলানন্দ পাটবাড়ী মন্দির কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ধর্মীয় কীত্তন অনুষ্ঠিত হয়। এসময় মন্দির কমিটির সভাপতি ডাঃ দেবপ্রসাদ মন্ডলের সভাপতিত্বে সেবাহিত স্বপন গোস্বামীর পরিচালনায় সঞ্জয় গোস্বামী, গোবিন্দ গোস্বামী ও গোপাল গোস্বামীর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সহ-সভাপতি ডাঃ সরজিৎ পাল, যুগ্ন-সম্পাদক রবীন কুমার দে, স্বপন মন্ডল, দপ্তর সম্পাদক লক্ষীকান্ত দত্ত, সহকারী সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, গ্রহন্ত ও প্রচার সম্পাদক কর্ণদেব মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝন্টু দে, মোহন বিশ্বাস, বিশ্বনাথ দাস, গোবিন্দ বিশ্বাস, দুলাল রায়, বাদল রায়, গোপাল কুমার দাস প্রমুখ।