ফ্রান্সে আন্তঃনগর ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় চার শিক্ষার্থী নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় আরও ২৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মিলাসের লস পালাউসের কাছে লেভেল ক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের সঙ্গে ধাক্কার পর বাসটি দুই টুকরো হয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। হতাহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ থেকে ১৭ এর মধ্যে।
বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে। ঠিক কী কারণে বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগেছিল তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র : এক্সপ্রেস ডট ইউকে ও এবিসি