শিক্ষা

বিজয় দিবসে জাতীয় প্যারেডে বিএনসিসি’র নেতৃত্বে সাতক্ষীরার এছাহক

By Daily Satkhira

December 15, 2017

প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস প্যারেড ২০১৭,জাতীয় প্যারেড স্কয়ার,পুরাতন বিমান বন্দর তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে ১৬ ই ডিসেম্বর ২০১৭ এর মহান বিজয় দিবস প্যারেড। উক্ত প্যারেডের বিএনসিসি’র নেতৃত্ব দেবেন সাতক্ষীরা ছেলে আশাশুনি সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক এছাহক আলী। বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান হল বিজয় দিবস প্যারেড। সকল বাহিনী ও বিভাগ এ অনুষ্ঠানে কুচকাওয়াজ ও প্রদর্শনী প্রদর্শন করে থাকে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল উচ্চ পদমর্যাদার ব্যক্তি, কূটনীতিক এবং সর্বসাধারণের অংশগ্রহণ এ অনুষ্ঠান উপভোগ করেন। সশস্ত্র তিন বাহিনীর পরেই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর অবস্থান। এ বাহিনীর কন্টিনজেন্ট/প্যারেড কমান্ডার ক্যাপ্টেন মোঃ এছাহক আলী। এবছরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত ও সংবর্ধিত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির একজন সদস্য। বাংলাদেশের সকল টি ভি চ্যানেলে সকাল ১১:০০ -১১:১৫ মিনিটে বি এন সি সি কন্টিনজেন্ট এবং দুপুর ১২:০০ এর পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকার দেখা যাবে। বিএনসিসি কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন মোঃ এছাহক আলী সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা গ্রামের মোঃ রমজান আলি সরদার ও মিসেস সমেত্তবান এর গর্বিত পুত্র।