সাতক্ষীরা

সাইফুল্লাহ লস্করসহ ভূমিহীন নেতাদের হত্যার বিচার দাবি

By Daily Satkhira

December 15, 2017

প্রেস বিজ্ঞপ্তি : গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর সাইফুল্লাহ লস্করের হত্যার বিচার, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও জেলা ভূমিহীন সমিতির ১৪দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জেলা ভূমিহীন সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা ভূমিহীন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শহর ভূমিহীন সমিতির আহবায়ক ইদ্রিস বিশ্বাস সাগর। উদ্বোধক ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল। শহর ভূমিহীন সমিতির সদস্য সচিব ফখরুল আহম্মেদ খান সাগরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টাও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা ও অতিরিক্তি পিপি এড. ফাহিমুল হক কিসলু, সদর উপজেলা ভূমিহীন সমিতির আহবায়ক আ: রহমান বাবু, সদর উপজেলা ভূমিহীন সমিতির সদস্য সচিব শেখ মাজহারুল আজম। প্রধান অতিথি বলেন, এক লক্ষ একর খাস জমি ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করে সাধারণ ভূমিহীনদের মাঝে বিতরণ করার আহ্বানসহ ভূমিহীনদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য আগামী ২০১৮ সাল কে ভূমিহীন অধিকার আদায়ের বছর হিসাবে ঘোষণা করেন। বিশেষ অতিথি এড. ফাহিমুল হক কিসলু বলেন, সাইফুল্লাহ লস্কারের হত্যার বিচার, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন, খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান, জাল জালিয়াতির সাথে জড়িত ভূমিদস্যুদের গ্রেফতাদারসহ ১৪দফাদাবি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে সকল ভূমিহীনদের ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান। আলীনুর খান বাবুল বলেন, সাইফুল্লাহ লস্করসহ ২০জন ভূমিহীন নেতাকর্মীদের হত্যা করেছে ভূমিদস্যুরা। অথচও একটি হত্যার বিচার আজও হয়নি। যে কারণে ভূমিদস্যুরা একের পর এক ভূমিহীন নেতাকর্মীদেরকে হত্যা করার সাহস পাচ্ছে। এ জন্য ভূমিহীনদেরকে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।