আশাশুনি ব্যুরো : আশাশুনিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্তি পেলো মৌ সুলতানা নামে এক স্কুল ছাত্রী। শুক্রবার উপজেলার দরগাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। দরগাহপুর গ্রামের আব্দুল জলিলের কন্যা ৯ম শ্রেণির ছাত্রী মৌ সুলতানার (১৪) সাথে পাইকগাছা উপজেলার কাটাখালি গ্রামের আব্দুর জব্বারের পুত্র রনির বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরাকে কার্যকর পদক্ষেপ নিতে বললে, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, মেম্বার জাহাঙ্গীর আলম ও গ্রাম পুলিশের মাধ্যমে বিবাহ বন্ধ করে দেন। বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে প্রশাসনের কাছে অঙ্গীকারাবদ্ধ হন মৌ’র অভিভাবকরা।