তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশকে একটি সুখি-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার আহ্বান জানিয়ে সাতক্ষীরা-৩ সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করি। দেশ সেবায় আত্মনিয়োগ করি। এটাই হোক ২০১৭ সালের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার। ৪৬ তম মহান বিজয় দিবসের আনন্দকে নতুন প্রজন্মের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে জাঁকজমকপূর্ণভাবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজন বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত, পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রোভার স্কাউটস দলের কসরত প্রদর্শিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আনিছুজ্জামান খোকনে’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি তারিকুল ইসলাম’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. রুহুল হক এমপি বলেন- দীর্ঘ ৪৬ বছর আমরা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করছি। যারা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করেছিল তারা এখনও এদিবসটি পালনে বিভিন্নভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তবে মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রই করুক না কেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হচ্ছে এবং হবে। কোনো কিছুই এদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে পারবে না। বাঙালী জাতির আনন্দের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। পাক হানাদার বাহিনীর সাথে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এদিনে গ্রাম-বাংলার লক্ষ লক্ষ জনতা প্রাণের মাতৃভূমি বাংলাদেশকে শত্রুমুক্ত করে বিজয় উল্লাসে ফেটে পড়ে।
২০২১ সালের মধ্যো বাংলাদেশকে একটি ক্ষুদামুক্ত,দারিদ্রমুক্ত,শান্তিুপূর্ণ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে আওয়ামীলীগ সরকার কাজ করছে-এ কথা উল্লেখ করে তিনি বলেন, রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সক্ষম হবেন। আপনাদের আমাদের মত গ্রাম-বাংলার সকল শ্রেণি-পেশার মানুষের আর্থিক সহযোগিতায় এদেশের নিজস্ব অর্থায়নে কাঙ্খিত পদ্মা সেতু মাত্র খুব দ্রুত সম্পন্ন হবে। যার মূল সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুধু এখানেই শেষ নয়, জননেত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমে জানুয়ারি মাসের শুরুতেই কোটি কোটি বই বিনামূল্যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সার্বিক দিক দিয়ে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মহান বিজয় দিবস বাঙ্গলির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দ ও গৌরবের দিন। লক্ষ শহীদের আত্মহুতি ও দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের ফলে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, আমরা পেয়েছি আমাদেও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্বগাথা চিরদিন স্বর্ণক্ষরে লেখা থাকবে। কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি.এম সাইফুল ইসলাম ও কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের সমাবেশে আরো উপস্থিত ছিলেন- নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলজাজ্ব মোঃ আবুল হোসেন পাড়, সম্ভুজিৎ মন্ডল, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটুসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, উপজেলা এবং নলতা, ভাড়াশিমলা, তারালী ও চ্যাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্ধা, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফজিল মাদ্রাসা, ইন্দ্রনগর হুসাইনাবাদ ফাজিল মাদ্রাসা, কাজলা গরীবুল্লাহ বিশ্বাস দাখিল মাদ্রাসা,পূর্বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঘুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহছানউল্লা জুনিয়র হাইস্কুল, আল-হেরা প্রি-ক্যাডেট মাদ্রাসা, আহ্ছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুল, আহ্ছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুল, কে বি মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুল, এম জে এফ প্রতিবন্ধী বিদ্যালয়সহ এত্র এলাকার সকল ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি ১৬ ডিসেম্বর সকাল ৭ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী মাঠে অবস্থিত স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।