কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার কেন্দ্র সচিব ও হল সুপার নির্বাচন করা হয়েছে। আগামী ১লা নভেম্বর দেশব্যাপী একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর কলারোয়া উপজেলায় ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারটি জেএসসি ও একটি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলি হলো, জেএসসি (কলারোয়া জিকেএমকে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া বালিকা বিদ্যালয়, সোনাবাড়িয়া সম্মলিত মাধ্যমিক বিদ্যালয়, খোরদো এমএল মাধ্যমিক বিদ্যালয়) এবং একটি জেডিসি কেন্দ্র কলারোয়া আলীয়া মাদ্রাসা। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিব ও হল সুপার নির্বাচন করা হয়। জেএসসি পরীক্ষার জন্য প্রধান শিক্ষক আব্দুর রব, বদরুজ্জামান বিপ্লব, আক্তার আসাদুজ্জামান চাঁন্দু ও মোঃ রবিউল আলমকে কেন্দ্র সচিব এবং জেডিসি পরীক্ষার জন্য মোঃ আবু ইউসুফকে কেন্দ্র সচিব নির্বাচন করা হয়। একই সাথে জেএসসি পরীক্ষার জন্য প্রধান শিক্ষক আব্দুর সাত্তার, অহেদ সিদ্দিকী, সামসুল হক, লুৎফর রহমান ও আমজাদ হোসেন এবং জেডিসি পরীক্ষার জন্য আব্দুস সাত্তারকে হল সুপার মনোনিত করা হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার তাপষ কুমার দাসসহ উপজেলার ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও জেসিডি পরীক্ষা সম্পন্নের জন্য সকল শিক্ষকদের সহযোগিতা করার নির্দেশদেন। উল্লেখ্য; কলারোয়া উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর জেএসসি পরীক্ষায় ৩ হাজার ৯’শ ২৩ জন এবং জেসিডি পরীক্ষায় ৮’শ ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। এর মধ্যে জেএসসি পরীক্ষায় কলারোয়া জিকেএমকে মডেল পাইলট হাই¯ু‹লে ১হাজার ৪’শ২৫ জন, কলারোয়া বালিকা বিদ্যালয়ে ১ হাজার ৫৫ জন, সোনাবাড়িয়া সম্বলিত মাধ্যমিক বিদ্যালয়ে ৯’শ ১৮ জন, খোরদো এমএল মাধ্যমিক বিদ্যালয়ে ৫’শ ২৫ জন শিক্ষার্থী। এবং জেসিডি কলারোয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে ৮’শ ৬৭জন শিক্ষার্থী রয়েছে।