শ্যামনগর

শ্যামনগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযা‌পিত হ‌চ্ছে

By Daily Satkhira

December 16, 2017

 

গাজী আল ইমরান, শ্যামনগরঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০১৭ পালন উপলক্ষ্যে নানান কর্মসূচী গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে শনিবার সকালে উপজেলা প্রশাসন, শ্যামনগরের আয়োজনে মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে বিজয় শোভাযাত্রা, পুস্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। এরপর শ্যামনগরের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, সহ ব্যাক্তি ও সাংগঠনিক পর্যায়ে হাজার হাজার মানুষ বিজয় র্যালী নিয়ে শ্যামনগর উপজেলা সদরের গোপালপুরে অবস্থিত সৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। সৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের পর শ্যামনগর গোপালপুরের ”দলিত উন্নয়ন সংস্থা” (ডাচ) কর্তৃক আয়োজিত বিজয় মঞ্চে মূল্যবান বক্তব্য রাখেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশান্ত দাস, এসময় উপস্থিত ছিলেন দলিত উন্নয়ন সংস্থা” (ডাচ) এর সভাপতি রামপ্রসাদ দাস, সাধারণ সম্পাদক নিতাই দাস, কোষাধ্যক্ষ সুভাষ দাস সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও দলিত পাঠশালা‌র সদস্য ও শিক্ষার্থীবৃন্দ। এরপর শ্যামনগর নকিপুর হরিচরন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্যারেড প্রদর্শিত হয়।প্যারেড প্রদর্শনিতে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান স্ব স্ব প্যারেড প্রদর্শন করে। ২য় পর্বের অনুষ্ঠান শেষে বিকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের মাঠে তৃতীয় পর্বের অনুষ্ঠানের শুরু হবে।