কালিগঞ্জ

কালিগ‌ঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন ও মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা

By Daily Satkhira

December 16, 2017

মোঃ আরাফাত আলীঃ কা‌লিগ‌ঞ্জে  যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৭  উদযাপনের  সা‌থে সা‌থে উপ‌জেলা প্রশাস‌নের আয়োজ‌নে বীর  মু‌ক্তি‌যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হ‌য়ে‌ছে। শ‌নিবার সকাল ৭ টায় শ‌হিদ সোহরাওয়ার্দী পা‌র্কে অব‌স্থিত বিজয় স্ত‌ম্ভে উপ‌জেলা প্রশাসন,মু‌ক্তি‌যোদ্ধা সংসদ,উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ড,‌প্রেসক্লাব,‌রি‌পোর্টার্স ক্লাব অনলাইন প্রেস ক্লাব সহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক সংগঠন  বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠান এবং বেসরকারী এন‌জিও প্র‌তিষ্ঠা‌নের পক্ষ থে‌কে পুষ্পমাল্য অর্পন করা হয়।কাঁক শিয়ালী সেতুর প‌া‌র্শে অব‌স্থিত বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তি‌তে বি‌ভিন্ন সংগঠ‌নের পক্ষ থে‌কে পুষ্পমালা অর্পণ ক‌রেন।পরবর্তী‌তে কা‌লিগঞ্জ সরকারী কবরস্থা‌নে যে‌য়ে উপ‌জেলা পর্যা‌য়ের ‌বি‌ভিন্ন নেতৃবৃন্দ শহীদ মু‌ক্তি‌যোদ্ধা ইউনুস সহ সকল শহী‌দের কবর জিয়ারত ক‌রেন।এরপর সকাল ৮ টায় আনুষ্ঠা‌নিক ভা‌বে জাতীয় পতাকা উত্তোলন ও শা‌ন্তির প্র‌তিক পায়রা মুক্ত ক‌রেন  উপ‌জেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়া‌হেদুজ্জামান,উপ‌জেলা নির্বা‌হি অফিসার গোলাম মাঈন উদ্দীন হাসান ও অফিসার ইনচার্জ সুবীর দত্ত। এসময় উপ‌জেলার বি‌ভিন্ন স্কু‌লের ছাত্র -ছাত্রীরা প্যারট,‌ডিস‌প্লে সহ বি‌ভিন্ন খেলা ধুলায় অংশ গ্রহন ক‌রে। পরবর্তী‌তে উপ‌জেলা প্রশাস‌নের আয়োজ‌নে অডি‌টি‌রিয়া‌মে সকাল ১০ টায় জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মু‌ক্তি যোদ্ধা‌দের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপ‌জেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দীন হাসা‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন বীর মু‌ক্তি‌যোদ্ধা যোদ্ধাকালীন কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ও‌য়া‌হেদু্জ্জামান। সাংবা‌দিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন অনুষ্ঠা‌নের আহবায়ক নুর আহ‌ম্মেদ মাছুম, অফিসার ইনচার্জ (তদন্ত)রাজীব হো‌সেন। ডেপু‌টি কমান্ডার আব্দুল হা‌কিম,  ভাড়া‌শিমলা ইউনিয়‌নের সা‌বেক মু‌ক্তিযোদ্ধা কমান্ডার ও ভিএল আছাদুর রহমান,মু‌ক্তি যোদ্ধা খাঁন হযরত আলী,নলতা ইউনিয়‌নের সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সভাপ‌তি আবুল হো‌সেন,মু‌ক্তি‌যোদ্ধা মুরালী মোহন সরদার,মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমা‌ন্ডের উপ‌জেলার সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক,উপ‌জেলা সমাজ সেবা কর্মকর্তা শ‌হিদুর রহমান, উপ‌জেলার বিষ্ণপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন,কৃষ্ণনগর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কেএম মোশারফ হো‌সেন প্রমুখ। এসময় অন্যান্য দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম,‌রি‌পোর্টার্সক্লা‌বের সভাপ‌তি অধ্যাপক নিয়াজ কওছার তু‌হিন,শ্র‌মিক লী‌গের সভাপ‌তি শেখ শাহজালাল,ছাত্রলী‌গের সভাপ‌তি শেখ শাওন আহ‌ম্মেদ সোহাগ সহ স্থানীয় আওয়ামী‌লি‌গের নেতাকর্মী জনপ্র‌তি‌নি‌ধি। এসময় উপ‌জেলার ৩৮৭ জন বীর মুক্তি‌যোদ্ধা‌দের উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে শী‌তের পোশাক,ক্যাপ ও ফুল দি‌য়ে সংবর্ধনা প্রদান ক‌রেন আমন্ত্রীত অতি‌থি বৃন্দ।