আশাশুনি

আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

By Daily Satkhira

December 16, 2017

মোস্তাফিজুর রহমান : আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৭ পালিত হয়েছে। সারা দেশের ন্যায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শিক্ষা প্রতিষ্ঠান সম্মূহে কুচকাওয়াজ, আলোচনা সভা, মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মিলাদ ও বিশেষ প্রার্থনা সহ দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে থানা পুলিশ, প্রাক্তন কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি এড. গোলাম গনী দুদু ও সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান ও সেক্রেটারী জিএম আল ফারুকের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, আশাশুনি রিপোটার্স ক্লাব সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা’র নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ও ছাত্রীবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্যর নেতৃত্বে, প্রধান শিক্ষিকা আশরাফুন্নাহার নার্গিসের নেতৃত্বে আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পণ করা হয়। সকাল ৯টায় আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন ও কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান সালাম গ্রহন করেন। এসময় আকর্ষনীয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন রোভারস্কাউট, বয়েজস্কাউট, গালর্স গাইড, কাবদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এর আগে উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আ’লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। অন্যদিকে উপজেলা আ’লীগ সেক্রেটারী এড. শাহিদুর ইসলাম পিন্টুর নেতৃত্বে দলীয় কার্যালয়ে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এসময় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি পালিত হয়।