প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার দুপুর ১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে সাতক্ষীরা জেলায় বসবাসরত বাংলাদেশ পুলিশের ৪১(একচল্লিশ) জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মির্জা সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা কে.এম. আরিফুল হক (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সার্কেল মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোহাম্মদ আতিকুল হকসহ পুলিশের অন্যান্য কর্তকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা তাদের যে কোন বিষয়/সমস্য নিয়ে যে কোন সময় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে পারবেন এবং তাদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।” সংবর্ধিত পুলিশ মুক্তিযোদ্ধাগণ মহান স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এ সময় পুলিশ মুক্তিযোদ্ধাগণ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।