ফিচার

সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের বিজয় দিবস উদযাপনের সংবাদ

By Daily Satkhira

December 17, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ওসংস্থার মহান বিজয় দিবস উদযাপনের আরও কিছু সংবাদ-

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট মহান বিজয় ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে পলিটেকনিক ইন্সটিটিউট এর হলরুমে একাডেমীক ইনচার্জ ড.এম.এম নজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান কম্পিউটার মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রধান ইলেকট্রনিক্স প্রকৌশলী অলোক সরকার, ট্যুরিজম বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী প্রমুখ। আলোচনাসভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হাসান।

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কনফারেন্স রুমে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চীফ ইন্সস্ট্রাটর প্রকৌশলী মো. মশিউর রহমান, চীফ ইন্সস্ট্রাটর প্রকৌশলী ফেরদৌস আবেদীন, ইন্সস্ট্রাটর মাহবুবুর রহমান, ইন্সস্ট্রাটর শেখ আব্দুস সালাম, ইন্সস্ট্রাটর আনিছুর রহমান, মো. শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্সস্ট্রাটর রঞ্জন কুমার সরকার, মোস্তফা আলী বিল্লাহ, শেখ আব্দুল আলিম, শংকর কুমরি প্রসাদ দত্ত, জুনিয়র ইন্সস্ট্রাটর মো. মাসুদ রানা, মো. অজিহার রহমান, মো. রাজিব হোসেন, শেখ ফয়সাল হোসেন, মো. শাহাদত হোসেন, আবু জোবায়েদ মৃধা, মো. হাবিবুল্লাহসহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়

মাহফিজুল ইসলাম আককাজ : মহান বিজয় দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে হলরুমে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, মো. আবুল খায়ের, মো. আলাউদ্দিন, দীপা সিন্ধু তরফদার, মো. হাবিবুল্লাহ, বাবলু স্বর্ণকার, মো. ওয়ালিদুর রহমান, মো. আব্বাস আলী সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. আনিসুর রহমান ও হাবিবুল্লাহ।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীর সেঁজুতি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মো. আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব জ্যোন্সা আরা, যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, ফরিদ হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আব্দুর রহমান প্রমুখ।