ফিচার

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ

By Daily Satkhira

December 17, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর সুলতানপুরস্থ প্রতিবন্ধী স্কুলে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপ-বৃত্তির চেক তুলে দেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিনত করতে হবে। বাংলার প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক এর পরিচয়পত্র দিয়েছেন। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জননেত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে এগিয়ে নিতে হবে। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক কোন শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বপরি তাদেরকে সমাজের মুল ¯্রােতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করণের লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভারতের কলকাতা থেকে আগত প্রধান শিক্ষক দেবাশীষ বিশ^াস, সাতক্ষীরা নবারুণ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ। স্কুলের ২২জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়।