খেলা

কাল উদ্বোধন; সাতক্ষীরায় বাংলাদেশ যুব গেমস্-২০১৮ উপলক্ষে র‌্যালি

By Daily Satkhira

December 17, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘ জয় হোক জয় হোক সবখানে চাই খুশির পরিবেশ, বিশ^ জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিটি প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.এক.এম আনিছুর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল- আসাদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কামরুজ্জামান কাজী, হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ ক্রীড়াপ্রেমীরা। উল্লেখ্য যে, ১৮ ডিসেম্বর সোমবার থেকে ১৮ মার্চ ২০১৮ পর্যন্ত চলবে। আজ সোমবার সকাল-০৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর উদ্বোধন করবেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর উদ্বোধনী দিনে ১৮ ও ১৯ ডিসেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল খেলা। ২০ ডিসেম্বর -২০১৭ কাবাডি, ২১ ডিসেম্বর এ্যাথলেটিকস্, ২২ ডিসেম্বর দাবা ও টেবিল টেনিস, ২৩ ডিসেম্বর কুস্তি ও ২৪ ডিসেম্বর তায়কোয়ানডো।