কলারোয়া

বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধপরিকর-এড.মুস্তফা লুৎফুল্লাহ

By Daily Satkhira

December 17, 2017

সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধপরিকর। বিগত যেকোন সময়ের চেয়ে দেশে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ দৃষ্টান্তমূলক।’ কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার বিকেলে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ আজাদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।