সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

December 18, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেবসই উন্নয়ন সেখানে’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার যৌথ আয়োজনে জেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বৈদেশিক আয় উপার্জন করতে বিদেশে বৈধভাবে প্রশিক্ষণ নিয়ে যেতে হবে। এ দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে সততার সাথে কাজ করে দেশে টাকা পাঠাচ্ছে। এটা দেশের উন্নয়নে সাফল্যের একটি অর্জন বলেও উল্লেখ করেন তিনি। বিশ্বের সব দেশে এখন বাংলাদেশের দুতাবাস আছে। বিদেশে কোনো কারণে প্রবাসীরা অসুবিধায় পড়লে সেখানে দূতাবাসের সার্বক্ষনিক সহযোগিতা দেবে। তবে কোনো অভিবাসী যাতে দালালদের হাতে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রঞ্জন কুমার, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ছদরউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার শাম্মী আক্তার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান প্রমুখ। অন্যান্যদের মধ্যে রাখেন ক্রিসেন্ট এনজিও’র প্রজেক্ট অফিসার মো. আছাফুর রহমান, অগ্রগতি সংস্থার অসিত ব্যাণার্জী ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মো. আব্দুল মজিদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।