ফিচার

সাতক্ষীরা সুলতানপুরে মাইক্রোবাস ভর্তি ভারতীয় শাড়ি ও থ্রিপিচ জব্দ

By Daily Satkhira

December 18, 2017

আসাদুজ্জামান : ভারত থেকে অবৈধ পথে আনার সময় মাইক্রোবাস ভর্তি ১৮ গাইড থ্রি-পিচ ও থান কাপড় জব্দ করেছে বিজিবি। সোমবার ভোরে শহরের সুলতানপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার শাখরা কোমপুর সীমান্ত দিয়ে একটি চোরাচালানী চক্র অবৈধভাবে সাদা রং এর একটি মাইক্রোবাস যোগে (ঢাকা মেট্রো- চ-৫৩-০৮৭১) বিপুল পরিমান ভারতীয় ত্রি-পিচ ও থান কাপড় ঢাকায় পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসটি ভোর সাড়ে চারটার দিকে কুলিয়া পার হওয়ার পর বাঁকাল চেকপোষ্টের হাবিলদার আইয়ুব আলীর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা ধাওয়া করে। ভোর ছয়টার দিকে গাড়িটি শহরের সুলতানপুর ক্লাবের পাশে এসে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে যায়। এর পরপরই বিজিবি সদস্যরা ওই গাড়ি থেকে ১৮ গাইড থ্রি-পিচ ও থান কাপড় জব্দ করে। বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের গণসংযোগ কর্মকর্তা সুবেদার সামছুল আলম জানান, জব্দকৃত মাইক্রোবাসসহ ১৮ গাইড কাপড় ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আনা হয়েছে। তিনি আরো জানান জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২১ লাখ টাকা। তবে এসব মালামালের মালিক কে তা তারা জানাতে পারেননি। তবে, শহরে গুঞ্জন রয়েছে এ মালামাল জেলার একজন শীর্ষ চোরাকারবারীর যিনি সম্প্রতি আবার জনপ্রতিনিধিও হয়েছেন। জেলার সমস্ত চোরাইঘাট বন্ধ থাকলেও তার চোরাই ঘাট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন চোরাচালানী মালামাল আসছে।