শ্যামনগর

শ্যামনগরে বিস্ফোরক লাইসেন্স ছাড়াই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস

By Daily Satkhira

December 19, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজারগুলোতে মানবিক বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের লক্ষে কোনো প্রকার লাইসেন্স ছাড়াই অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাস। আইনের তোয়াক্কা না করে অবাধে বিক্রি হওয়া এসব গ্যাস সিলিন্ডার যত্রতত্র বিক্রয়ের ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অথচ সিভিল ডিফেন্স এবং বিস্ফোরক আইনের লাইসেন্স নেওয়ার নিয়ম থাকলেও এসবের কোনোটি গ্রহণ না করেই উপজেলার অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে বিপজ্জনকভাবে বিক্রয় করছেন সিলিন্ডার গ্যাস। এসব ব্যবসায়ীর কারণে যেমনি রয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তেমনি সরকারও হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব। খোঁজ নিয়ে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বিস্ফোরক লাইসেন্স ছাড়াই চালিয়ে যাচ্ছে গ্যান সিলিন্ডার ব্যবসা। অথচ লাইসেন্স ছাড়া গ্যাসের ডিলারের বা ব্যবসার অনুমতি পাওয়া যায়না। বিস্ফোরক লাইসেন্সের প্রদত্ত নিয়ম-কানুন অনুযায়ী গ্যাসের ব্যবসা পরিচালিত হয়। এতে নিরাপদে গ্যাস মজুদসহ নানা ধরণের দিক নির্দেশনা থাকে। ফলে নিয়ম ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে মজুদ হচ্ছে গ্যাসের সিলিন্ডার। শ্যামনগর উপজেলা সদর, বংশীপুর, মুন্সিগঞ্জ, নওয়াবেকী বাজারসহ বিভিন্ন বাজারগুলোতে একদম রাস্তার পাশে একেবারে অনিরাপদ স্থানে অগ্নিনির্বাপক বা অক্সিজেন ছাড়া লাইসেন্সবিহীন অবৈধভাবে দেদারসে বিক্রি হচ্ছে এসব সিলিন্ডার গ্যাস। মারাতœক ঝুঁকির পাশাপাশি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের আশংকায় বাজারের ব্যবসায়ী ও পথচারীরাদের মাঝে দেখা দিয়েছে নানা আশংখা। এমতাবস্থায়, অবৈধভাবে গ্যাসের সিলিন্ডার ব্যবসা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা।