আশাশুনি

আশাশুনিতে মতবিনিময় সভা

By Daily Satkhira

December 19, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্ট্রোমি ফাউন্ডেশন নরওয়ের অর্থায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন। শিক্ষা ও কিশোরী ক্ষমতায়ন প্রজেক্টের প্রোগ্রাম অফিসার রোকনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার শাহাজাহন আলি, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম, মহিলা অধিদপ্তরের ট্রেইনার শারমীন চৌধুরী, শিক্ষক আনারুল ইসলাম, ইএসপি জগদীশ সরকার, এসপিএ সেক্রেটারী আরিফা সুলতানা, নেটওয়ার্কিং ফোরাম নেতা তনুশ্রী মন্ডল, আত্ম-নির্ভরশীল দলনেতা মনিকা বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সীড প্রজেক্ট সমন্বয়কারী ওবায়দুল হক এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সাস এর কার্যক্রম এবং সাীড প্রজেক্টের লক্ষ্য-উদ্দেশ্য ও বাস্তাবায়িত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার রোকনুদ্দিন।