আশাশুনি

মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দেয়ার অভিযোগ

By Daily Satkhira

December 19, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি বলাবাড়িয়া ভাঙ্গাবিলে মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এব্যাপারে ঘের মালিক তাহমিদ হোসেন ডেভিট বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে আশাশুনি থানায় একটি সাধারণ ডারেরী করেছেন।

জানা গেছে, আশাশুনি সদরের তাহমিদ হোসেন ডেভিট বলাবাড়িয়া ভাঙ্গাবিলে পৈত্রিক ও ডিডকৃত একটি মৎস্য ঘের করে আসছেন। ঘেরের পার্টনার দিলিপ কুমার মন্ডল রবিবার দুপুরে ঘেরের বাসায় তালা লাগিয়ে বাড়ীতে চলে আসেন। বিকাল ৫টার দিকে কে বা কারা ঘেরের বাসায় আগুন লাগিয়ে দেয়। ঘেরের বেড়ী বাঁধের চলাচলের লোকজন ঘেরের বাসা পুড়তে দেখে ঘের মালিককে সংবাদ দেয়। ততক্ষনে ঘেরের বাসায় থাকা একটি সোলার প্যানেল, বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ওই দিন সন্ধ্যায় ঘের মালিক তাহমিদ হোসেন ডেভিট বাদি হয়ে আশাশুনি থানায় ৭৪০নং সাধারণ ডায়েরি করেন।