মাহফুজুর রহমান তালেব: গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন সুন্দরবন সাংাদিক ক্লাবের নিজস্ব কার্যালয়ে মত বিনিময় করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ: সভাপতি শফিউল আযম লেনিন এবং সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ ডালিম কুমার ঘরামী। সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ:সভাপতি মাহফুজুর রহমান তালেব। শফিউল আযম লেনিন তার বক্তব্যে বলেন, সাতক্ষীরার ২টি বডারগার্ড ব্যাটেলিয়নের ১টি বুড়িগোয়ালিনীতে, সাতক্ষীরা ফরেষ্ট রেঞ্জ অফিস, নৌ-পুলিশ থানা, র্যাব ক্যাম্প, পর্যটন স্পট আকাশ লীনা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। অথচ, নীল ডুমুর হতে শ্যামনগর পর্যন্ত রাস্তাঘাট এত খারাপ যে, চলাচলের সম্পূর্ন অযোগ্য। তিনি আরও বলেন, কোন জন প্রতিনিধি আমাদের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়নগুলির উন্নয়নের দিতে আদৌ লক্ষ্য করেন না। আমি দৃঢ় আশাবাদি, প্রধান মন্ত্রী আমাকেই নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন। আর আমি নির্বাচিত হলে অবহেলিত এলাকায় কি ধরনের কাজ হয়, আপনারা দেখে বিস্মিত হবেন। তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এলাকার সমস্যা, নির্যাতিত মানুষের কথা নির্ভয়ে নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহবান জানান। ডালিম কুমার ঘরামীও অনেক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন গুবুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রহিম, বুড়িগোয়ালীনি ইউপি সদস্য আ. রউফ, আল মামুন লিটন, সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় উক্ত শফিউল আযম লেনিন-এর সফর সঙ্গী ছাড়াও সুন্দরবন সাংবাদিক ক্লাবের অধিকাংশ সদস্য উপস্থি ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক ক্লাবের সহ: সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু।