পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে “নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সেটেলমেন্ট কর্মকর্তা আছাদুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, এসআই মোমিনুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, শিক্ষক আব্দুল ওহাব, ফজলুল আজম, পঞ্চানন সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা জীবন ভদ্র, সোস্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কামাল আহম্মেদ পারভেজ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদার, হোসনেয়ারা বেগম, সুফিয়া বেগম ও শিক্ষার্থী মিথিলা ফারজানা।