আন্তর্জাতিক

নিজের শহরই হাত ছাড়া মোদির

By Daily Satkhira

December 19, 2017

নিজের শহরই হাত ছাড়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যে রেলস্টেশনে এক সময় চা বিক্রি করেছেন, স্কুলে পড়েছেন সেখানে হেরে মর্যাদার লড়াইয়ে খানিকটা ধাক্কা খেতে হল মোদিকে।

মেহসানা জেলার এই শহর দু’টো বিধানসভা কেন্দ্রে বিভক্ত খেরালু আর উনঝা। খেরালুতে জিতেছে বিজেপি। কিন্তু উনঝাতে পাঁচ বারের বিধায়ক নারায়ণভাই লাল্লুদাস পটেলকে প্রায় ১৯ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের আশাবেন দ্বারকাদাস পটেল।

এই পরাজয়ের কারণ হিসেবে ভডনগর স্টেশনের এক চা-বিক্রেতা জানিয়েছেন, তুলার চাষ ছেড়ে অন্য পেশা খুঁজতে হচ্ছে। কৃষকদের মধ্যে ক্ষোভ প্রবল। ক্ষমতায় এলে দশ দিনের মধ্যে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল। তাতে কৃষকদের বড় অংশ প্রভাবিত হয়েছেন। সেই সঙ্গে পাতিদার ভাবাবেগও ছিল। এই কেন্দ্রে ৪০ শতাংশই ওই সম্প্রদায়ের। বছর দু’য়েক আগে পাতিদার আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে নিহত ১৪ জনের মধ্যে ছিলেন উনঝার এক বাসিন্দাও।