আশাশুনি

আশাশুনিতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ আটক ৩

By Daily Satkhira

December 19, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনি ও কালিগজ্ঞ পুলিশের যৌথ অভিযানে আশাশুিনতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ ৩জন মাদক পাচারকারিকে আটক করা হয়েছে। জানাগেছে মঙ্গলবার ভোর ৪ টা ৪০ মিনিটে আশাশুনি থানার সোদকোনা গ্রামের আছাফুর রহমানের বাড়ীর সামনে রাস্তা থেকে তিন মাদক ব্যাবসায়ী ঢাকার বংশাল থানার ১১৩/সি হাজি ওসমান গনি রোড, আলু বাজার এলাকার জমির হোসেনের পুত্র মানিক হোসেন(২৯), একই এলাকার মৃত মতিয়ার ররহমানের পু্ত্র আলাউদ্দীন সরদার(২৮) ও হাজিরহাটের চাওলার মৃত কাসিম ফকিরের পুত্র মিজানুর ররহমান(৩১)কে সহ ৭৮৭ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাক আটক করে। আটককৃতেদর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ১৩ নং আইনে মামলা হয়েছে । গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ শাদিলুল ইসলাম শাহীন জানান, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে,এম, আরিফুল হক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব মির্জা সালাহউদ্দিন মহদয়ের সরাসরি তত্ত্বাবধানে ওসি কালিগঞ্জ জনাব সুবির দত্ত এবং ওসি আশাশুনি শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্ত্বে, কালিগঞ্জ থানার এসআই বিএম লিয়াকত আলী, এসআই প্রকাশ, এএসআই সুজিত এবং আশাশুনি থানার এসআই বিশ্বজিত, এএসআই ফারক হোসেন, এএসআই উস্তার, এএসআই কামরুল, এএসআই আসলামসহ উভয় থানার সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে মঙ্গলবার ভোর ০৪.৪০ মিনিটে আশাশুনি থানার সোদকোনা গ্রামের আছাফুর্ এর বাড়ীর সামনে রাস্তা হতে তিন মাদক ব্যাবসায়ীসহ ৭৮৭ বোতল ফেন্সিডিল ও ট্রাক (যার নং ঢাকা মেট্রাে ট-১৮৭৭৯৫) আটক করা হয়েছে।