নিখোঁজ হওয়ার দুই মাস ১০ দিন পর খোঁজ মিলেছে সাংবাদিক উৎপল দাসের। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তাকে পাওয়া যায়। এরপর বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় উৎপলের।
উৎপল বলেন, ‘আমি রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জে ভুলতা আসি। বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল এখান থেকে। তবে গাড়ির টিকিট পাইনি। এরপর রূপগঞ্জ পুলিশ আমাকে থানায় নিয়ে এসেছে।’ এখন কেমন আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো আছি, দেখলে বুঝবেন।’
নারায়ণগঞ্জ এসে কিছু খেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানি খেয়েছি। ক্ষুধা নাই।’
বাড়ি যাবার টাকা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘পকেটে যে ৩০০ টাকা ছিল, সেটাই আছে। টাকা লাগবে না।’
নারায়ণগঞ্জে আমাদের সংবাদকর্মীদের আসতে হবে কিনা, এর জবাবে উৎপল তার ঘনিষ্ঠ কয়েকজন সাংবাদিকের নাম বলেন, যারা রূপগঞ্জের পথে রওয়ানা হয়েছেন।
উৎপল আরও বলেন, ‘যারা আমাকে ধরে নিয়েছিল, তারা আমার মোবাইল নিয়ে যায়। এরপর কি হয়েছে আমি জানি না। তারা কি করেছে জানি না। তারা আমার কাছে টাকা চাইতো। আমার কাছে মোবাইল ছিল না। আজ আমাকে চোখ বেঁধে মাইক্রোবাসে করে এখানে নিয়ে আসে। চোখ খুলে দেওয়ার পর আমি বুঝতে পারি এটা ভুলতা, নারায়ণগঞ্জ।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বর্তমানে আমাকে পুলিশ ফাঁড়িতে বসিয়ে রেখেছে। পরিচিত কেউ এলে তারা আমাকে বুঝিয়ে দিবে। এখানে কোনও ভয় নেই।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।