খেলা

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে দেবহাটা উপজেলা চ্যাম্পিয়ন

By Daily Satkhira

December 20, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৯ম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে দেবহাটা উপজেলা দল ও সদর উপজেলা দল। তুমুল প্রতিযোগিতা আর উত্তেজনার মধ্যে ১-০ গোলে বিজয়ী হয়ে দেবহাটা উপজেলা দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে। বুধবার বিকাল ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলার মুখোমুখি হয় সাতক্ষীরা সদর উপজেলা দল বনাম দেবহাটা উপজেলা দল। এসময় গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। তারা তাদের পছন্দের দলের পক্ষে সমর্থন জানাতে স্টেডিয়ামে উপস্থিত হন। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে খেলায় নতুন মাত্রা যোগ করে। উৎসাহ যোগায় প্লেয়ারদের। এদিকে খেলার প্রথমার্ধে শুরুর ৮ মিনিটেদেবহাটা উপজেলা দলের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির একটি গোল করেন এবং এই গোল থেকে দলকে এগিয়ে রাখেন। প্রথমার্ধের খেলায় সদর উপজেলা দুর্দান্ত খেলেছে কিন্তু কোন গোলের দেখা পায়নি। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় দেবহাটা দলের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির। খেলায় দ্বিতীয়ার্ধে উভয় দল আর কোন গোল করতে না পারায় এবছর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ট্রফি দেবহাটা উপজেলা দলের ঘরে ওঠে। সদর উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে দেবহাটা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, উভয় দলই ভালো খেলেছে। আমি উভয় দল এবং দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি। ‘মাদককে না বলুন খেলাধূলাকে হ্যা বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী দিনে খেলাধূলার প্রতি আরো বেশি গুরুত্ব দেয়ার আহবান জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মো. জাকির হোসেন, পৌর মেয়র তাজকিন আহেমদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পতœী মিসেস সেলিনা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ এ.কে.এম আনিছুর রহমান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, এটিএন বাংলার প্রোগ্রামার মোস্তাক আহমেদ, জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, সদস্য গোলাম ফারুক বাবু প্রমুখ। খেলার মিডিয়া পার্টনার এর দায়িত্বে ছিল দৈনিক প্রথম আলো ও এটিএন বাংলা। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন বলেন, ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ সফলভাবে সম্পন্ন হয়েছে। ডি.এফ.এ, জেলা ক্রীড়া সংস্থা, পুলিশ বিভাগ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। এছাড়া জেলা প্রশাসকসহ প্রতিটি উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ যেভাবে সহযোগিতা তাতে আমি মুগ্ধ হয়েছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেনইকবাল আলম বাবলু, সহকারী রেফারী ফারুক হোসেন স্বপন, জাহাঙ্গীর কবির ও নাসির উদ্দিন। ম্যাচ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন কাজী কামরুজ্জামান। ধারাভাষ্যকার ছিলেন জাহাঙ্গীর হোসেন, সুজা খান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান, ফারহা দিবা খান সাথি, কাজী কামরুজ্জামান, জেলা যুবলীগ নেতা মীর মহি আলম, ইদ্রিস আলী বাবু, সৈয়দ হায়দার আলী তোতা, ক্রীড়া সংগঠক মোনায়েম খান চৌধুরী সান্টু প্রমুখ। খেলায় সাতক্ষীরার ৭টি উপজেলা ও সদর পৌরসভাসহ মোট ৮টি দল টুর্নামেন্টের হাজার হাজার দর্শক অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আ.ম আক্তারুজ্জামান মুকুল।