প্রেস বিজ্ঞপ্তি: স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সাথে মতবিনিময় করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ মতবিনিময় করেন স্বাশিপ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন,স্বাশিপ’র সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক এম.সুশান্ত, সহ-সভাপতি লায়লা পারভীন সেজুতি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মীম সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম, সদর সাধারণ সম্পাদক সহপ্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রভাষক ফিরোজ কবির মিলন, মাস্টার সায়ফুল্লাহ, পার্থ সারথী ঘোষ, প্রভাষক জি এম জাহাঙ্গীর, নির্মল চন্দ্র বৈরাগী, ডা: হারুন অর রশীদ, প্রভাষক বিধান দাশ প্রমুখ। মতবিনিমকালে জামায়াত-শিবিরের মদদদাতা বিতর্কিত স্টাফ বৃত্তি প্রকল্প বন্ধ হওয়ায় আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস লিখিত যে সব ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত নোট, গাইড, এনসিটিবি অনুমোদনহীন বই বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রায় মোটা অংকের টাকার বিনিময়ে পড়াতে নির্দেশ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসার নাশকতার মামলায় আটক যে সকল শিক্ষককে এখনো পর্যন্ত সাসপেন্ড না করে পূর্ণ বেতন দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।