খেলা

বাংলাদেশ-ভারত ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ আজ

By Daily Satkhira

December 21, 2017

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে দুই শিরোপা প্রত্যাশী বাংলাদেশ ও ভারত। প্রথম দুই ম্যাচ জিতে দু দলই আগামী রবিবারের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তার আগেই অবশ্য মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। আজ বাংলাদেশ-ভারত ম্যাচ হতে যাচ্ছে ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। গত বছর তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক পর্বের লিগ পর্যায়ে ৩-১ গোলে জেতার পর ফাইনালে ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

নেপাল আর ভুটানকে ৬-০ আর ৩-০ গোলে হারিয়ে স্বচ্ছন্দে ফাইনালে ওঠা স্বাগতিক দলের লক্ষ্য টানা তৃতীয় জয়। কোচ গোলাম রব্বানী ছোটনের কথা, ‘আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই। আগামীকাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’ আগের ম্যাচে ভারত ১০-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে। কোচ অবশ্য এনিয়ে তেমন চিন্তিত নন, ‘ম্যাচটা দেখেছি, দ্বিতীয়ার্ধে নেপালের কেমন যেন গা-ছাড়া ভাব ছিল। মনে হচ্ছিল তারা যেন খেলার মধ্যে নেই, যে কারণে গোল ব্যবধান বাড়িয়ে নিতে পেরেছে ভারত।’

প্রথম দুই ম্যাচের মতো ভারতের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলার সংকল্প কোচ ছোটনের, ‘আমাদের খেলার ধরন একই থাকবে। ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা আক্রমণাত্মক খেলবো। সব ম্যাচ জিতেই ফাইনাল খেলতে চাই।’

এই ম্যাচে অবশ্য না-ও খেলতে পারেন তহুরা খাতুন। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ডের কুঁচকিতে সমস্যা। তহুরা না খেললে একাদশে আসতে পারেন সাজেদা খাতুন।

ভারত মাঠে নামবে প্রতিশোধের লক্ষ্য নিয়ে। দলটির কোচ মায়মল রকির মন্তব্য,  ‘ফাইনাল নিশ্চিত করলেও ম্যাচটি আমরা গুরুত্বের সঙ্গে খেলবো। আমরা পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবো। আগে দুবার বাংলাদেশের কাছে হেরেছি। বলা যায় না, এবার প্রতিশোধ নিতেও পারি!’