কলারোয়া

স্থগিত কলারোয়ার কেরালকাতা ইউপি’র পুন:নির্বাচন, হামলার শিকার মহিলা মেম্বর প্রার্থীর স্বামী

By daily satkhira

October 25, 2016

কাজিরহাট প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়নের স্থগিত ৭নং ওয়ার্ডের পুন:নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, মারামারি, হুমকি-ধামকি, ভয়ভীতি প্রদর্শন প্রায় প্রতিদিনই ঘটছে। প্রতিদ্বন্দ্বিতে থাকা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এরূপ ঘটনা ঘটলেও এবার তারসাথে যোগ হলো মেম্বর প্রার্থীর সমর্থকরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেরালকাতার ৭নং ওয়ার্ডের উত্তর বহুড়া গ্রামের বটতলা এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বর প্রার্থীর স্বামী তুহিন হোসেন। স্থানীয়রা জানায়, স্থগিতকৃত বলিয়ানপুর কেন্দ্রের আসন্ন ৩১অক্টোবর নির্বাচন উপলক্ষ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এরই মাঝে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহিলা মেম্বর প্রার্থী শেফালী খাতুনের পক্ষে উত্তর বহুড়ায় নির্বাচনী প্রচারণা শেষে হুলহুলিয়া গ্রামে নিজ বাড়ি ফেরার পথে বটতলা নামক স্থানে প্রতিপক্ষের হামলার শিকার হন মহিলা মেম্বর প্রার্থীর স্বামী তুহিন হোসেন (৪৮)। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।