খেলা

ফুটবলে সর্বকালের সর্বনিম্ন র‌্যাংকিংয়ে বাংলাদেশ

By Daily Satkhira

December 22, 2017

ফিফা র‌্যাংকিংয়ের গ্রাফটা দেখলে বোঝা যাবে স্পষ্ট করেই। উপরে নয়, নিচের দিকেই যাচ্ছে বাংলাদেশের ফুটবল! কোনও ম্যাচ না খেলে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন র‌্যাংকিংয়ে আগেই নেমে গিয়েছিল বাংলাদেশ।  সেই অবস্থানটা এবার নামলো আরও নিচে। এখন তাদের অবস্থান ১৯৭তম!

এ বছরের সেপ্টেম্বরে র‌্যাংকিংয়ে ১৯৬ নম্বরে নেমে যায় লাল-সবুজরা। এরপর নভেম্বরে না খেলেই ১৯২তম স্থানে উঠে এসেছিল। ডিসেম্বরের সবশেষ র‌্যাংকিংয়ে অবস্থানটা হলো আরও লজ্জার। নেমে গেছে আরও একধাপ নিচে! আপাতত কোনও ম্যাচ না থাকলেও আগামী মার্চে কম্বোডিয়া ও ব্রুনেইয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা।

বাংলাদেশের অবস্থান নিচের দিকে থাকলেও প্রতিবেশী দেশ ভারত রয়েছে ১০৫তম স্থানে। মিয়ানমার ১০ ধাপ এগিয়ে রয়েছে ১৪০তম স্থানে।

এদিকে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের শীর্ষ দশে কোনও হেরফের হয়নি। শীর্ষে আছে জার্মানি। এরপরে রয়েছে যথাক্রমে ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা ও বেলজিয়াম।