ফ্রান্সের পার্লামেন্টে একটি নতুন আইন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ফ্রান্স এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আগামী ২০৪০ সালের মধ্যে তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন এবং যোগান বন্ধ করতে হবে।
এই আইনে আরও একটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে, ড্রিলিংয়ের পারমিট যাদের কাছে রয়েছে সেগুলো নতুন করে আর পুনর্নবীকরণ করা হবেনা। পাশাপাশি নতুন কাউকে লাইসেন্স দেওয়াও হবেনা।
উল্লেখ্য ফ্রান্স প্রতি বছর প্রায় ৮ লক্ষ ১৫ হাজার টন তেল আমদানি করে। সেক্ষেত্রে একটি প্রশ্ন উঠছে কিভাবে দেশে তেলের যোগান হবে? এই বিষয়ে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন জানিয়েছেন, ফসিল ফুয়েল থেকেই এবার তেল তৈরি হবে।
২০৪০ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে ডিজেল এবং পেট্রলচালিত গাড়ি।