আসাদুজ্জামান : ‘মানবতার পক্ষে কবিতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ত্রয়োদশ কবিতা উৎসব ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন কবি দুখু বাঙাল।
কবিতা পরিষদ সাতক্ষীরা’র সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পিনু।
এতে ‘অন্তরঙ্গ অনুভবে সাতক্ষীরার সাহিত্য একটি সমীক্ষা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সুহৃদ সরকার। আলোচনা করেন প্রফেসর আব্দুল মান্নান, সুসাহিত্যিক গাজী আজিজুর রহমান, মধুসূদর একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজ, কথা সাহিত্যিক আশতোষ সরকার, তৃপ্তি মোহন মল্লিক, শুভ্র আহমেদ, সালেহা আক্তার, কবিতা পরিষদ সাতক্ষীরা’র মোস্তাফিজুর রহমান উজ্জল, সরদার গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ।
উৎসবে সাহিত্যে শাহিদা খাতুন ও জহরুল আলম সিদ্দিকী, কবিতায় সিরাজুল ইসলাম, প্রবন্ধে কবির রায়হান, আবৃত্তিতে মনিরুজ্জামান ছট্টু ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লুৎফর রহমানকে কবিতা পরিষদ সম্মাননা ২০১৭ প্রদান করা হয়। পরে সাতক্ষীরা, যশোর ও খুলনার কবিরা সরচিত কবিতা আবৃত্তি করেন।