আন্তর্জাতিক

জেরুজালেম ইস্যুতে মালয়েশিয়ায় সমাবেশে খ্রিস্টানদের একাত্মতা

By Daily Satkhira

December 22, 2017

ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য আজ শুক্রবার মালয়েশিয়ায় ‘জেরুজালেমকে রক্ষা করার জন্য একক সংহতি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেয় মালয়েশিয়ার নেক্সটজেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন (এএনসিওএম)।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা এখানে আছি, কারণ আমরা মনে করি যে ট্রাম্প দ্বারা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে ঘোষণার সিদ্ধান্ত কেবল নিছক একটি রাজনৈতিক সিদ্ধান্ত।

মালয়েশিয়া পুত্রা মসজিদে সমাবেশের আয়োজন করা হয়। মালয়েশিয়া নেক্সটজেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রাষ্ট্রপতি জোশুয়া হং বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত ফিলিস্তিনের খ্রিস্টান ও আরবি চার্চকে আঘাত করেছে। এটি শুধু মুসলমানদের জন্য কষ্টের নয়, খ্রিস্টান হিসাবে আমরাও এতে ব্যথিত। জেরুজালেম একটি শান্তির শহর। কিন্তু এই ঘোষণার পরে আমরাও আর শান্তিতে নেই।

জাতিসংঘের মালয়েশিয়ার স্থায়ী প্রতিনিধি দাতুক সেরী মোহাম্মদ শাহরুল ইকরম ইয়াকক বলেন, মালয়েশিয়া স্বীকৃতি দেয়ার এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।