কলারোয়া

কলারোয়ায় প্রাক্তন এমএলএ মমতাজ আহম্মেদের স্মরণসভা অনুষ্ঠিত

By Daily Satkhira

December 23, 2017

কলারোয়া প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন মমতাজ আহম্মেদ ছিলেন একজন দেশপ্রেমিক, ত্যাগী ও সদালাপী ব্যক্তি। তিনি শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে এলাকায় ব্যাপক প্রশাংসা অর্জন করেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা তথা কলারোয়াবাসী হারিয়েছে এক মহান রাজনীতিবিদ সমাজ সংস্কারক শিক্ষানুরাগী ব্যক্তিকে। মহান স্বাধীনতা যুদ্ধের একজন দেশপ্রেমিক সংগঠককে। কথাগুলো বলেন জাতীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি। শনিবার দুপুরে কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সহপাঠি ও ঘনিষ্ট সহচর সাবেক এমএলএ মমতাজ আহম্মেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার এই কৃতি সন্তানের জন্মভিটা উপজেলার বোয়ালিয়া গ্রামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নিবেদিত এই আ.লীগ নেতার স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর মোস্তাক আহম্মেদ রবিএমপি। এ সময় এমপি রবিকে ‘মমতাজ আহম্মেদ স্মৃতি পদক ২০১৭’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা এমএলএ মমতাজ আহম্মেদের বিভিন্ন স্মৃতিচারণ করেন। মরহুমের জ্যেষ্ঠ্যপুত্র বিশিষ্ট শিক্ষাবিদ এমএ ফারুকের সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহম্মেদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, এ্যাড. আসাদুজ্জামান দিলু, কলারোয়া হোমিও প্যথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারিক, প্রভাষক আলতাফ হোসেন, প্রভাষক মনিরুজ্জামান মন্ময় মনির প্রমুখ। অনুষ্ঠানে বাংলা সাহিত্যে শেখ নজরুল, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, বরেণ্য কবি নির্মলেন্দু গুণকে ‘মমতাজ আহম্মেদ স্মৃতিপদক ২০১৭ প্রদান করা হয়।