আশাশুনি

বেউলায় ৮ দলীয় ফুটবলের ফাইনালে কামালনগর ফুটবল একাদশ জয়ী

By Daily Satkhira

December 23, 2017

বুধহাটা(আশাশুনি)প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল টায় উপজেলার বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বেউলা ও পাইথালী বন্ধু মহলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বন্ধু মহল আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন আশাশুনি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গি মুক্ত রাখতে বন্ধু মহলের মত সকল ইউনিয়নে এ ধরণের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা উচিত। যাতে করে উঠতি বয়সের যুবকরা যুব সমাজ ধ্বংসকারী মাদকে ঝুঁকে না পড়ে। বন্ধু মহল আয়োজক কমিটির সভাপতি ও গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মোঃ জিয়াদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার আব্দুর বর, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, পুলিশিং কমিটির সভাপতি বিজন কুমার দে, গুনাকরকাটি গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপক শফিকুর ইসলাম, পলাশ কুমার দাস, মামুন গাজী সহ শত শত ফুটবল প্রিয় দর্শক মন্ডলী। উত্তেজনাপূর্ণ খেলায় পাইকগাছা ফুটবল একাদশ ও কামালনগর ফুটবল একাদশ জোর প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় পাইকগাছা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে কামালনগর ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় ম্যান অবদা ম্যাচ হিসেবে পুরস্কার গ্রহন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সদস্য সমীয় দে এবং সেরা গোলদাতার পুরস্কার গ্রহন করেন বাবুল আক্তার। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ আনিছুর রহমান, সহকারী ছিলেন মোঃ আকবর হোসেন ও অরুন কুমার সানা। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের সিএ মোঃ নাজমুল হুদা, বন্ধু মহলের সদস্য আজিজুল ইসলাম, বাবুল আক্তার ও পিন্টু।