কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে সুপেয় পানির স্যান্ড ফিল্টারের পুকুরটি লিজ দেওয়ায় এলাকাবাসির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ, চাকদাহা, চিংড়া, হোসেনপুর, হোগলদাড়া, পাঁচ বাড়িয়া ও বসন্তপুর গ্রামের ৫০ বছর যাবৎ সুপেয় পানির একমাত্র অবলম্বন হাড়দ্দাহ পুকুরটি জেলা পরিষদের পক্ষ থেকে ইজারা দেওয়ায় সাত গ্রামের জনসাধারণ কলস, বালতিসহ পানি নেওয়ার বিভিন্ন জিনিসপত্র নিয়ে শানিবার বিকেলে শত শত নারী-পুরুষ মিলে পুকুরের ইজারা বাতিলের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সরজমিনে দেখা যায়, ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জেলা পরিষদের এই পুকুরটি ইজারা প্রদান করায় ইজারা গ্রহিতা মাছ চাষের জন্য সার ও কিটনাশক পুকুরের পানিতে ব্যবহার করায় ফলে সেই পানি খেয়ে ইতি মধ্যে গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু ব্যাক্তি সার্থে জেলা পরিষদ কে ভূল বুঝিয়ে উপজেলা সদরের বাজার গ্রামের সুধীর অধিকারীর ছেলে সঞ্চায় অধিকারী সঞ্চায় অধিকারী লিজ গ্রহণ করে। বিক্ষোভকালে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অমল কান্তি রায়, প্রধান অফিস সহকারী সামছুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নলকুপ মেকানিক আমিনুর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন সোহেল, পল্লী চিকিৎসক সুকুমার মন্ডল, গ্রামবাসী রবিন্দ্রনাথ লস্কর, নূর মোহাম্মদ গাজী, সহদার মন্ডল, সমির মন্ডল, ফকির আলী, সালেহা খাতুন, গীতা মন্ডল, উসা লস্কর, প্রমিলা মন্ডল, কবিতা রানী মন্ডল, নুরজাহান খাতুন, নিলা মন্ডল, নবিজান বিবিসহ এলাকার শত শত নারী-পুরুষ। জনস্বার্থে এলাকাবাসী সুপেয় পানি পানের লক্ষ্যে ইজারা বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের দৃষ্ঠি আকর্ষণ করেছে।