কালিগঞ্জ

কালিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

By Daily Satkhira

December 23, 2017

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের টিকা খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করা হয়। ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে টিকা খাওয়ানোর মধ্যে দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ তৈয়াবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজি ই পি আই শেখ মহিবুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক (সেনিটারি ইন্সপেক্টর) আব্দুস সোবহান, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীবৃন্দ। এসময় উপজেলা ১২ ইউনিয়নের ২৯১ টি টিকা দান কেন্দ্রে ৩ হাজার ৪‘শ ৫৯জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়েসী ২৭ হাজার ২০জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকল টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ স্বেচ্ছাসেবকরা এ ক্যাপসুল খাওয়ানোর কাজে সহযোগিতা করেন। সকল কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।