কালিগঞ্জ

কালিগঞ্জে ২৬তম জেলা রোভারের মেট ও জেলা ব্যাচ কোর্স সমাপ্ত

By daily satkhira

October 25, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজে রোভার দক্ষতা অর্জন, মহাতাবু জলসা ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে স্কাউটস এর সপ্তাহব্যাপী রোভার মেট ও ব্যাচ কোর্স সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে জেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় রোভার স্কাউটস এর ১৫ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠ সুত্র জানায়, ১৯ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিক ভাবে রোভার স্কাউটসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম। সাতক্ষীরা জেলা স্কাউটস রোভার আয়োজিত সপ্তাহব্যাপী এই কোর্সে দীক্ষানুষ্ঠান, ৩১তম রোভার মেট কোর্স ও সর্বশেষ ২৬তম জেলা রোভার দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সফল ভাবে শেষ হয়। এদিকে সোমবার সন্ধ্যায় রোকেয়া মনসুর মহিলা কলেজের অডিটোরিয়ামে রোভার স্কাউটস সাতক্ষীরা জেলার যুগ্ম সম্পাদক দেবহাটার সখীপুর খান বাহাদুর আহছান উল্যা কলেজের শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় মহাতাবু জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি নারায়ণগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস এর সহ-সভাপতি দেবহাটার কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবহাটার হাজী কিয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক এসএম আসাদুজ্জামান, জেলা কমিশনার পাটকেলঘাটা হারুনর রশিদ কলেজের শিক্ষক এএসএম আব্দুর রশিদ, জেলা রোভার স্কাউটস লিডার (ডিআরএসএল) কালিগঞ্জ কলেজের শিক্ষক ইয়াছিন আলী, ২৬তম বাসকোর্স লিডার ড. জহুরুল ইসলাম প্রমুখ। এসময় আরএসএল কামাল হোসেন, রুহুল আমিন, সৈয়দ মাহমুদুর রহমান, আবু জাফর, দীণেশ মন্ডল, সিদ্ধার্থ শংকর, আবু জাহিদ, পবিত্র মন্ডলসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোভার স্কাউটস এর বিভিন্ন উপদল মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাটিকা, গান, জারি, দেশাত্মবোধক গান ও সামাজিক বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে নাটক মঞ্চস্থ করে।