আন্তর্জাতিক

ফিলিপাইনে ঝড়, বন্যা ও ভূমিধসে নিহত ১৮০

By Daily Satkhira

December 24, 2017

ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় ‘তেমবিনে’ ১৮০ হন নিহত হয়েছেন। ঝড়ের আঘাতে দক্ষিণ ফিলিপাইনে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম অঞ্চল মিন্দানাও দ্বীপে গতকাল গতকাল তেমবিন আছড়ে পড়ে। ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাতের ফলে অনেক স্থানেই ভূমি ধসের ঘটনা ঘটেছে।

বিশেষত তুলনামূলকভাবে উঁচু এলাকাগুলি থেকে বন্যার জল গিয়ে জমছে নিচু এলাকাগুলিতে। এসব এলাকাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

আবহাওয়া কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মিন্দানাও দ্বীপে আঘাত আনে। দ্বীপের টিউবোড এবং পিয়াগাপো শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকদিন আগেই ‘কাই-তাক’ নামে একটি ঝড় ফিলিপাইনে আঘাত এনেছিল। তাতে প্রায় ৩৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।