কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ ও প্রতিরোধের লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক। “এখনই নয় বিয়ে, লেখাপড়া করবো, নিজের পায়ে দাঁড়াবো, হবো আমি বাবা-মায়ের গর্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোলটেবিল বৈঠকে (সুজন) উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, দি হাঙ্গার প্রজেক্ট খুলনা বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সহোরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব ও পেপ কমিটির সদস্য এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, দি-হাঙ্গার প্রজেক্টের সাতক্ষীরা জেলা সমন্বয়ক মেহেদী আহম্মেদ গিয়াস, উপজেলা ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু, বেসরকারি সংস্থা সহায় এর এরিয়া ম্যানেজার শেখ মাসুদ মোস্তফা সোহেল, কুশলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী সাইফুল্যাহ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।