তালা

পাখিনিধন বন্ধে তালায় সচেতনতামূলক সভা

By Daily Satkhira

December 24, 2017

খেশরা(তালা) প্রতিনিধি: রবিবার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর নিরিবিলি বাজারে পাখিনিধন বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন এর নিকট দৈনিক আজকের সাতক্ষীরা’র খেশরা প্রতিনিধি প্রভাষক এস আর আওয়াল এর আবেদনের প্রেক্ষিতে ও খেশরা ইউনিয়নের সব জায়গায় ব্যাপক হারে পাখিনিধন বৃদ্ধি পাওয়ার কারণে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান শাহাপুর বাজারে এই জনসচেতনতামূলক সভা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তালা থানার ওসি ইন্সপেক্টর হাফিজুর রহমান বলেন, “শুধু মাত্র বেঁচে থাকার আশায় অতিথি পাখিগুলো আমাদের দেশে আসে। আমাদের উচিত তাদের হত্যা নয় অতিথির মত সেবা করা।” যারা এই পাখিগুলো শিকার করছে তাদের ব্যাপারে তিনি সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য সকলকে নিজের ব্যক্তিগত মোবাইল নং দিয়ে তিনি আরও বলেন, “পাখি শিকারীদের দেখা মাত্রই আপনারা আমাকে যে কোন সময়ে ফোন দিবেন”। তিনি যোগ করেন- “যারা বন্দুক দিয়ে পাখি শিকার করছে প্রয়োজনে উপযুক্ত প্রমাণসাপেক্ষে তাদের বন্দুকের লাইন্সেন্স বাতিল করা হবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক এস. আর আওয়াল, খেশরা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই গোলাম রসুল, সাংবাদিক এস কে রায়হান, শিক্ষক রাশেদ বিশ্বাস প্রমুখ।