আশাশুনি

কাদাকাটি শিশুবান্ধব স্কুলে তালা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

By daily satkhira

October 25, 2016

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি শিশু বান্ধব স্কুলে তালা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ও সচেতন মহলের পক্ষ থেকে গতকাল কাদাকাটি স্কুল বাজার সড়কে মনববন্ধন করা হয়। ঘটনার বিবরণে প্রকাশ, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের একটি নষ্ট ভবন ওয়ার্ল্ড ভিশন আশাশুনি এডিপি’র অর্থায়নে সংস্কার করা হয়। স্কুল কর্তৃপক্ষের সাথে চুক্তি মোতাবেক কাজ শেষে ঐ স্কুল হলরুমে এলাকার শিশুদের নিয়ে শিশু বান্ধব স্কুল চালু করা হয়। স্কুলটি পরিচালনার জন্য পৃথক পরিচালনা কমিটি গঠন করা হয়। চুক্তি শেষ হওয়ার আগেই গত ২৩ অক্টোবর স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান শিশু বান্ধব স্কুল কমিটির সাথে কোন প্রকার যোগাযোগ না করে স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দেন। ফলে গত দু’দিন কোমলমতি শিশুরা স্কুলে গিয়ে ফিরে যেতে বাধ্য হয়। প্রধান শিক্ষকের এহেন শিক্ষাবিমুখ কর্মকান্ডের প্রতিবাদে গতকাল অনুষ্ঠিত মানববন্ধনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি তুহিন উল্লাহ তুহিন, সেক্রেটারী আবুল কালাম, প্রাক্তন মেম্বার ইয়াকুব আলী বেগ, সমাজ সেবক একেএম ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় তারা স্কুলে তালা ঝুলানোর ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানান।