কালিগঞ্জ

কালিগঞ্জের জেলা পরিষদের সেই পুকুরটি এমপি জগলুল হায়দারের পরিদর্শন

By Daily Satkhira

December 24, 2017

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাগদ্দাহ বিলে জেলা পরিষদের পুকুর লিজ ও পুকুরের পানি নষ্ট হওয়ায় রোববার দুপুরে পুকুরটি পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। সরেজমিন ও এলাকবাসী জানান, উপজেলার হাড়দ্দহা মৌজায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন পুকুরটি চলতি বছরের ১১ জুলাই তারিখে সদরের বাজার গ্রামের সুধীর অধিকারির ছেলে সঞ্জয় অধিকারী জেলা পরিষদের চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে তার নামে পুকুরটির ইজারা গ্রহণ করে। সেই থেকে ঐপুকুরের পানিতে মাছ চাষের জন্য বিভিন্ন ধরণের কিটনাশক ব্যবহারের ফলে পুকুরের পানি খাওয়া ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ইউনিয়নের হাড়দ্দাহ, চাকদাহা, চিংড়া, হোসেনপুর, হোগলদাড়া, পাঁচ বাড়িয়া ও বসন্তপুর সাত গ্রামের মানুষ ঐ পুকুরের পানি গৃহস্থলিসহ সকল প্রয়োজন মেটানোর পাশাপশি গরু, ছাগল, হাঁস, মুরগি পালনেও ব্যবহার করে থাকেন। “পানির আপর নাম জীবন” এ কথা ভুলে যেয়ে লিজ গ্রহিতা সঞ্জায় অধিকারী জনগুরুত্বপূর্ণ পুকুরের পানি ব্যক্তিস্বার্থে বিভিন্ন ধরণের কিটনাশক, সার ও অপদ্রব্য মিশায় এবং এলাকবাসি সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে এলাকাবাসি বিক্ষোভে ফেটে পড়ে। অসহায় সাত গ্রামবাসিদের সুপেয় পানির প্রয়োজনীয়তা অনুভব করে এগিয়ে আসেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউনিনের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিম। ২৩ ডিসেম্বর বিকেলে জেলা পরিষদের সরকারি ঐ পুকুর পাড়ে পন্টস্যান্ট ফিল্টার সংলগ্ম এলাকায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ শতশত নারী পুরুষ মিলে কলস বালতি হাতে নিয়ে লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এদিকে দৈনিক আজকের সাতক্ষীরায় সংবাদ প্রকাশিত হলে রোববার সকালে ঘুম থেকে উঠেই পত্রিকা পড়ে কালিগঞ্জÑশ্যামনগর (অংশিক) আসনের এমপি এসএম জগলুল হায়দার ছুটে আসেন চিংড়া বিলের সেই জেলা পরিষদের পুকুর পাড়ে, যেখানে সাত গ্রামের মানুষ একটি পুকুরের পানি খেয়ে জীবন ধারণ করে। তার আসার খবর পেয়ে নারী পুরুষ ছুটে আসে এবং লিজ বাতিলসহ পানির সংকটের কথা বলেন। এসময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সাথে মোবাইল ফোনের মাধ্যমে এলাকার স্কুল শিক্ষিকা সুমনা ঘোষের কথা বলার সুযোগ দেন। লিজ বাতিলসহ বিষয়টি দ্রুত সমাধন করবেন বলে আশস্ত করেন। একই সাথে এলাকায় বিদ্যুতায়ন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জনগুরুত্বপূর্ণ পুকুরটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ধলবাড়িয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি সজল মুখার্জী, মথুরেশপুর আ‘লীগের সাবেক সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, ইউপি সদস্য শেখ আলাউদ্দিন সোহেল, মরিুজ্জামান মনো, ওয়ার্ড আ‘লীগের সভাপতি মোহাব্বত আলী, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গুণধর প্রমুখ। হাড়দ্দাহ গ্রামের নূর মোহাম্মদ গাজী, সোনাতন মন্ডল, শ্যামাপদ মন্ডল, ভক্ত মন্ডল, পাগল মন্ডল, শ্যামলী মন্ডল, কল্পনা মন্ডল, বিমলা মন্ডল, অর্চনা মন্ডল, গীতা মন্ডল, ঠাকুরানী মন্ডল, নিরাঞ্জন মন্ডল, মিতা মন্ডলসহ একাধিক গ্রামবাসিদের একটাই দাবি দেশ স্বাধীনের পূর্ব থেকে ভারত সীমান্ত ঘেষা হাড়দ্দহা, চাকদহ, পাঁচবাড়িয়া, চিংড়া, হোসেনপুর, হোগলদাড়া ও বসন্তপুরের একমাত্র সুপেয় পানির অবলম্বন পুকুরটি ইজারা বাতিল করতে হবে। লবণাক্ততা এলাকার সুপেয় পানির পুকুরটি রক্ষায় প্রয়োজনে রাজপথে নামবেন, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনসহ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে।