দেবহাটা ব্যুরো: দেবহাটা থানা পুলিশের অভিযানে ৮০০ পিচ ইয়াবা সহ ১ মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকা থেকে ঐ মাদক ব্যবসায়ীকে তার স্বামীর বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেবহাটা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই হাবিবুর রহমান, এএসআই মঞ্জুর-ই মতিন, এএসআই আমজাদ হোসেন ও এএসআই শামীম দক্ষিন কুলিয়া গ্রামের ঐ মহিলার স্বামীর বাড়ি থেকে তাকে আটক করেন। আটককৃত মহিলার নাম আনজুয়ারা বেগম (৫৫)। সে কুলিয়া গাঙআটিপাড়া গ্রামের মৃত খোদাবক্স মোড়লের মেয়ে ও দক্ষিন কুলিয়া গ্রামের মৃত আমিনউদ্দীন গাজীর স্ত্রী। তার বিরুদ্ধে দেবহাটা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ৮শত পিচ ইয়াবা আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে দেবহাটায় পুলিশের অভিযানে জামায়াত কর্মী ও নাশকতা মামলার ৬ জন আসামী আটক হয়েছে। আটককৃতরা হলো উপজেলার কোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইয়াছির আরাফাত ওরফে লিপু (২৭), উপজেলার খলিশাখালী গ্রামের করিম গাজীর ছেলে শাহ আলম (৪৩), একই উপজেলার কোড়া গ্রামের মৃত আব্দুল বারী বিশ^াসের ছেলে আমজাদ হোসেন বিশ^াস (৫০), একই উপজেলার কোড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩১), একই উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে শাহিন (৩৭) ও একই উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মিলন (৩৪)। আটককৃতরা দেবহাটা থানার ইং ২২/১০/১৭ তারিখের এফআইআর নং- ১০/১৭, জিআর নং- ১২২/১৭ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, এসআই উজ্জ্বল কুমার দত্ত, এসআই হাবিবুর রহমান, এসআই মাজরিহা হোসাইন, এসআই আলআমিন, এএসআই ইমায়দুল, এএসআই আমজাদ, এএসআই শামীম ও এএসআই মঞ্জুর-ই মতিন তাদেরকে আটক করেন। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।