রাজধানীর যাত্রাবাড়ীর শ্যামপুরের লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ছাদে আটকা পড়াদের মধ্যে ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছয়তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাজানা যায়নি।
জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার পর কারখানায় থাকা অন্তত ৪০-৫০ জন ছাদে উঠে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, এ ঘটনায় অন্তত ৫০ জন ওই টেক্সটাইল মিলের ছাদে আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করছে।