কলারোয়া

কলারোয়া উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার অঙ্গিকার

By daily satkhira

October 25, 2016

কলারোয়া প্রতিনিধি ঃ আগামী ৩০ নভেম্বর’ ১৬ এর মধ্যে কলারোয়া উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কলারোয়া উপজেলা পরিষদ হল রুমে এ আলোচন্ াসভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকতা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থিকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, মাষ্টার নুরুল ইসলাম, আফজাল হোসেন, হাবিল, মনিরুল ইসলাম, মাহবুুবর রহমান মফে, মোয়াজ্জম হোসেন ও কেরালকাতার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রশিদসহ উপজেলার কর্মকরত বিভিন্ন এনজিও কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভিক্ষা নয়, কর্ম করে জীবিকা নির্বাহ করায় জীবন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে এ বছর নভেম্বর মাসের মধ্যে কলারোয়া উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হবে। সে জন্য তিনি সকলকে নিরলস ভাবে কাজ করার আহবান জানান।