রাজনীতি

গাবুরায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে আ’লীগ নেতৃবৃন্দের সন্ত্রাসী হামলার অভিযোগ

By daily satkhira

December 25, 2017

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের গাবুরায় উপ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামীলীগের গুলি ও বোমা বর্ষনের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার গাগরাড়ামারি এলাকায় এঘটনা ঘটে বলে দৈনিক আজকের সাতক্ষীরাকে জানিয়েছেন তিনি। এঘটনায় কেউ আহত না হলেও একটি মটর সাইকেল ও একটি মৎস্যঘেরের বাসা পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন জানান, উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যানের আকষ্মিক মৃত্যুতে ইউনিয়নে চেয়াম্যান পদে নির্বাচন জরুরি হয়ে পড়ে। সে অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। উক্ত ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন এস এম রবিউল ইসলাম। সোমবার বিকালে ইউনিয়নের পার্শ্বেমারি এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী জনসভা ছিলো। সেখানে তিনিসহ উপজেলা কৃষকলীগের সভাপতি এ বি এম মনজুর এলাহী খোকন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আব্দুস সাত্তার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাইদ, সাবেক ছাত্রলীগ নেতা নুরূজজামান টুটুল, ছাত্রলীগ নেতা সাগর কুমার মন্ডল সহ স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পথসভা শেষ করে ফেরার পথে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা গাগারামাড়ী নামক স্থানে পৌছালে ভেড়ীবাঁধের নিচে পূর্ব থেকে ওঁত পেতে থাকা থেকে দুর্বৃত্তরা ৩ রাউন্ড গুলি ও ৩টি বোমার পর পর নিক্ষেপ করা হয়। কিন্তু ভেড়ীবাধের নিচ থেকে এগুলো বর্ষন করার কারণে তা লক্ষ্য ভ্রষ্ট হয়। যে কারণে আমাদের কেউ আহত না হলেও আমার ব্যহৃত একটি মটর সাইকেল ও ভেড়ীর উপরে থাকা একটি ঘর পুড়ে নষ্ট হয়। এধরনের হামলা কারা করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিউল আযম লেলিনের লোকজন মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি নেতা মাসুদুল আলমের সাথে হাত মিলিয়ে এধরনের হামলা ঘটাতে পারে। এঘটনায় তিনি হামলাকারীদের চিহ্নিত করে আশু গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান আলী বলেন, ঘটনাটি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের কাছ থেকে শুনেছি। ঘটনাস্থলে না যাওয়া পর্যন্ত সত্য অসত্য কোনটিই বলা সম্ভব না। অপরদিকে বিএনপি প্রার্থী মাসুদুল হক বলেন, তাদের ভোট নেই বলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এখানে এসে একটি নাটক সৃষ্টি করেছেন। এবার আমার নামে মামলা দিয়ে আমাকে এবং আমার নেতাকর্মীদের জেলে পাঠানোর জন্য এই কাজ করা হয়েছে।

২৫.১২.১৭