ফিচার

আ ‘লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী -বলছেন এমপি নিক্সন

By Daily Satkhira

December 26, 2017

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী।’ তিনি আরো বলেন, ‘জাফর উল্লাহ কোটি কোটি টাকা পানামার ব্যাংকে পাঠিয়েছে।’

সোমবার সদরপুর উপজেলা স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নিক্সন চৌধুরী। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় ওই সমাবেশের আয়োজন করা হয়।

নিক্সন চৌধুরী বলেন, ‘আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত বইছে। কেউ যদি বলে আমি আওয়ামী লীগ করি না তারা বোকার স্বর্গে বসবাস করেন।’ তিনি আরো বলেন, ‘আমি অবহেলিত মানুষের উন্নয়ন চাই, স্বাধীনতার পর থেকে এই তিন উপজেলায় যে উন্নয়ন করা হয় নাই। আমি সে উন্নয়ন করেছি। সাড়ে চার বছরে তিন উপজেলায় সাড়ে ৪০০ কোটি টাকার কাজ হয়েছে।’

নিক্সন চৌধুরী আরো বলেন, ‘শেখ হাসিনা আমাকে ভালোবাসেন না, যদি ভালোই না বাসতেন তাহলে এ উন্নয়ন কার সাধ্য ছিল?’ তিনি আরো বলেন, ‘সদরপুরের এক সাবেক এমপিপুত্র একটি কলেজের নিয়োগ-বাণিজ্যসহ কিছু বিষয়ে কোটি টাকার উপরে লোপাট করেছেন। আমি বিশ্বাস করি, এদের বিচার হবে।’

সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহদাদ হোসেন, আওয়ামী লীগ নেতা হারিজুর রহমান, মনিরুল হক চৌধুরী মোরাদ, মো. আক্কাস, সদরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ফরিদপুর জেলা পরিষদের মহিলা সদস্য বিউটি আক্তার, জেলা পরিষদ সদস্য গোলাম রব্বানী পান্নু কাজী, ভাসানচর ইউপির চেয়ারম্যান মো. ছমির বেপারী, ঢেউখালী ইউপির চেয়ারম্যান ওমর ফারুক বেপারী, আকোটেরচর ইউপির মনিরুল হক চৌধুরী মুরাদ, চরনাসিরপুর ইউপির চেয়ারম্যান শেখ আক্কাছ আলী, দিয়ারা নারিকেলবাড়িয়া ইউপির চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, তুজারপুর ইউপির চেয়ারম্যান পরিমল দাস।

জনসভা সফল করার জন্য নিক্সনের সমর্থকরা দলে দলে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মাঠে জড়ো হন। জনসভায় দিয়ারা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন মাস্টার, ঢেউখালী ইউপির সাবেক চেয়ারম্যান কোহিনুর বেগম ও মালেক বাছাড় এমপি নিক্সনের সঙ্গে যোগ দেন।